Bangladeshi Marine Community, Singapore

Bangladeshi Marine Community, Singapore

নীরবতায় একাকীত্ব

নাসরীন তাহের

অবশেষে রাতের ঘন আঁধার কেটে হয়ে যায় ভোর

সূর্যালোকের সাথে হয় প্রকৃতির প্রীতিডোর।

স্নিগ্ধ ভোরের শান্ত, সৌম্য কিন্তু ব্যস্ত ছবি,

ঝলমলে রোদে দেখায় যে তা হাস্যজ্জ্বল রবি।

সচল হয় জীবনের স্থবিরতা, হয় সে যে চলমান ,

থাকেনা আর সে যে স্থবির,  সম্মুখে হয় সে যে আগুয়ান ।

চলন্ত ট্রেন, বাস কিংবা গাড়ীর হালকা আওয়াজে,

বুঝতে পারি শহরের মানুষ ঘুম থেকে জেগেছে ।

করিডোর আঁধার ভোর সাতটায়, হল যাত্রার পালা,

রাস্তাগুলো লোকে লোকারণ্য, ঘরগুলো যে নিরালা ।

সেই নিরালায়  মনের পাতায় চোখ রেখে আজ দেখি,

ফেলে আসা কৈশোরের কত, সহস্র সেই স্মৃতি।

নীরব অতীত নিভৃতে এনেছে কত না হারানো ছবি,

হারানো ছবির আস্তর মাঝে আমাকে করেছে কবি ।

নাসরীন তাহের: অল্প কথায় লেখালেখি ভাল লাগায়, তিনি কবিতাকেই তাঁর মনের ভাব প্রকাশের এক স্বাচ্ছন্দ মাধ্যম হিসাবে বেছে নিয়েছেন । “সিঙ্গাপুর ও আমার কিছু কথা” এবং “প্রবাসে মনের আয়নায়”, কবিতার বই দু’টিতে তিনি কবিতার ছন্দে অনেক অনুভূতি প্রকাশ করেছেন। বর্তমানে তিনি সিঙ্গাপুর প্রবাসী একজন শিক্ষিকা ও গৃহবধূ।

Facebook
Twitter
Pinterest
LinkedIn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *